এশিয়া কাপের শুরুতেই ধুমধাড়াক্কা ওপেনিং। মুলতানে প্রথম ম্যাচ খেলতে নেমে নেপালের বিরুদ্ধে বিস্ফোরক সেঞ্চুরি বাবর আজমের। ১৫১ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। গড়লেন একাধিক রেকর্ড।
এশিয়া কাপের এবার অন্যতম ফেভারিট পাকিস্তান। তবে নেপালের বিরুদ্ধে প্রথমেই টপ অর্ডারের দুটি উইকেট হারিয়ে ফেলে টিম। এই পরিস্থিতি থেকে খেলা ধরেন অধিনায়ক বাবর আজম। ১৩১ বলে ১৫১ রান করেন তিনি। দ্রুততম ১৯তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেললেন তিনি। পেরিয়ে গেলেন হাসিম আমলা ও বিরাট কোহলিকে। সেঞ্চুরি করেন পাকিস্তানের ইফতিকার আহমেদ। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান তোলে পাকিস্তান।
আরও পড়ুন: ভারতসেরা মোহনবাগান, ডুরান্ডের সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার কামিংসের
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও ভেঙে পড়ল নেপালের ব্যাটিং লাইন আপ। ২১ ওভারে ৬ উইকেট হারিয়ে তাঁদের রান ৯০। ২ উইকেট তুলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রাউফ। ১ উইকেট নাসিম শাহের।