একদিনের বিশ্বকাপের পর থেকেই বিদেশি কোচ খুঁজছিল পাকিস্তান। কিন্তু কোনও বিদেশি কোচই পাচ্ছিলেন না বাবররা। অবশেষে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচের উপরই ভরসা রাখল পাক ক্রিকেট বোর্ড। দলের নতুন কোচ হলেন সে দেশেরই প্রাক্তন ক্রিকেটার আজহার মেহেমুদ।
পাক অলরাউন্ডার মেহমুদ আন্তর্জাতিক ক্রিকেটে একজন অভিজ্ঞ ক্রিকেটার। পাকিস্তানের হয়ে মোট ১৪৩টি এক দিনের ম্যাচ, ২১টি টেস্ট খেলেছেন তিনি। এবার তিনি বাবরদের গোটা দলের দায়িত্ব সামলাবেন। তবে এখনই মেহমুদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেন পাক ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন - চেন্নাইয়ের বিরুদ্ধে হারের কারণ কী ? ম্যাচ শেষের পর কেকেআর অধিনায়ক যা জানালেন...
আপাতত ঘরের মাঠে ১৮ এপ্রিল থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজের দায়িত্ব পেয়েছেন মেহমুদ। কারণ বোর্ড এখনও বিদেশী কোচ অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পি এবং দক্ষিণ আফ্রিকান গ্যারি কার্স্টেনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির চূড়ান্ত ঘোষণা করতে পারেনি।