বিশ্বকাপের দল ঘোষণা হতেই বিতর্কের আঁচ ভারতীয় দলে। বৃহস্পতিবার দল থেকে বাদ দেওয়া হয় অক্ষর প্যাটেলকে (Axar Patel)। তাঁর জায়গায় দলে সুযোগ পান রবিচন্দ্রন অশ্বিন ( R Ashwin )।
এই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অক্ষর প্যাটেলের। যদিও পরে নিজের সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট মুছে দেন অক্ষর। তাতেই আরও জোরাল হয় বিতর্কের আঁচ।
কী পোস্ট করেছিলেন অক্ষর?
দল ঘোষণার পর শুক্রবার ইনস্টাগ্রামে দু'টি স্টোরি পোস্ট করেন অক্ষর। প্রথম স্টোরিতে তিনি লেখেন, 'আমার উচিত ছিল সায়েন্স নয়। কমার্স নিয়ে পড়াশোনা করে, একজনকে ভাড়া করা, যে আমার হয়ে জনসংযোগ করতে পারবে।'
আরও পড়ুন - শনিবার একাধিক বড় ম্যাচে নামছে ভারত, কোন কোন ম্যাচে আসতে পারে পদক
পরের স্টোরিতে অ্যানিমেশনে তৈরি করা একটি কঙ্কালের ছবি পোস্ট করেন, যে কঙ্কালটি কাঁচি দিয়ে একটি হৃদযন্ত্র কাটছে। অনেকে, মনে করছেন, অশ্বিন নিজে বিজ্ঞানের ছাত্র। অক্ষর বাণিজ্যের সেই কারণেই এই পোস্ট। যদিও পরে এই পোস্টটি ডিলিট করে দেন অক্ষর।