আইপিএল ২০২২-এর (IPL 2022) নিলামের প্রথমদিনই ঝড় তুলল তরুণ ক্রিকেটার আভেশ খানের (Avesh Khan) দর। ১০ কোটি টাকায় তাঁকে তুলে নিল লখনৌ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)।
আভেশ খানের বেস প্রাইজ ছিল মাত্র ২০ লক্ষ টাকা। এখন তিনিই হয়ে গেলেন আইপিএলের সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার। এর আগে কৃষ্ণাপ্পা গৌতমকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কিনেছিল ৯ কোটি ২৫ লক্ষ টাকায়।
আরও পড়ুন: IPL Auction 2022: আইপিএলের নিলামে আজ কী ঋদ্ধির ভাগ্য খুলবে, বাদের তালিকায় শাকিব-স্মিথরাও
রাহুল তেওটিয়া (Rahul Tewatia) এবং শাহরুখ খানও (Shahrukh Khan) আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে বড় দর পেয়েছেন। ৯ কোটি টাকায় তাঁদের কিনেছে গুজরাট টাইটান এবং পাঞ্জাব কিংস।