ইন্দোরে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার (Australia)। দলে নেই প্যাট কামিন্স (Patt Cummins)। ইন্দোরে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith)। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিচেল মার্শকেও বিশ্রাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ওয়ানডে টিমে অভিষেক করলেন স্পেনসার জনসন।
রবিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার সঙ্গে নেই জসপ্রীত বুমরা। পারিবারিক কারণে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। রাজকোটে টিমের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রথম একাদশে নেই মহম্মদ সিরাজকেও। গত ম্যাচে পাঁচ উইকেটের পর এই ম্যাচেও সুযোগ পেলেন মহম্মদ শামি। আছেন প্রাসিদ কৃষ্ণা, শার্দুল ঠাকুর। দলের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: এক ম্যাচে তিন হ্যাটট্রিক, এশিয়ান গেমস হকিতে বিরাট জয় ভারতের