মহম্মদ শামির (Mohammed Shami) পাঁচ উইকেট সত্ত্বেও টিম ইন্ডিয়াকে (Team India) কঠিন চ্যালেঞ্জ দিল অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাট থেকে এল ৯ বলে ২১ রান। ৫০ ওভারে ২৭৬ রান অস্ট্রেলিয়ার।
মোহালির উইকেটে প্রথম থেকেই আগুন ঝরানো বোলিং মহম্মদ শামির। প্রথম ওভারে মিচেল মার্শ (Mitchell Marsh) ফিরলেও খেলা ধরে নেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ৫২ রান করেন ওয়ার্নার। স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৪১ রানের ইনিংস। জাদেজা ও শামি এই প্রথম উইকেটের পার্টনারশিপ ভাঙেন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে মিডল অর্ডারে হাল ধরেন লাবুশেন ও ক্যামেরুন গ্রিন। রান আউট ফেরেন গ্রিন। লাবুশেনকে ফেরান অশ্বিন।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেও সংবর্ধনা দেয়নি, PSG-এর বিরুদ্ধে এখনও ক্ষোভ কমেনি মেসির
মহম্মদ শামি ছাড়াও একটি করে উইকেট পেলেন জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।