বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের বিরতিতে ৭৩ রান তুলল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ১টি করে উইকেট পেলেন শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। সিরাজের ডেলিভারিতে ফেরেন তিনি। ক্রিজে জমে গিয়েছিলেন ওয়ার্নার। শার্দুলের ডেলিভারিতে ৪৩ রানে ফেরেন তিনি। ক্রিজে আছেন লাবুশেন ও স্টিভ স্মিথ।
এবার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এবার তাই সতর্ক রোহিত ব্রিগেড।