দ্বিতীয় দিনেই ফয়সালার ইঙ্গিত ফিরোজ শাহ কোটলায়। দিল্লিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দিনের শেষ ৬২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। নাগপুর টেস্টে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ১ উইকেটে ৬১ রান। জাডেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন উসমান খোয়াজা। লাবুসানেকে নিয়ে ব্যাট করছেন ট্রাভিস হেড। এর আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬২ রানে। ভারতীয় কার্ডে উজ্জ্বল অক্ষর প্যাটেলের ৭৪ রান। এক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া।
দিল্লি ঘূর্ণি হবে। আগেই ইঙ্গিত মিলেছিল। কিন্তু সেই ঘূর্ণিতে যে ভারতকেই পড়তে হবে, তা কে জানত। নাগপুরে চুপ করেছিলেন, কিন্তু দিল্লি শুনল সিংহ গর্জন। একাই পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ইনিংসকে প্রাথমিক ভাবে চাপে ফেলে দেন অজি স্পিনার ন্যাথন লায়ন। তাঁকে সাপোর্ট দেন নাগপুরে অভিষেক ম্যাচ সাত উইকেট নেওয়া টড মার্ফি এবং সদ্য অস্ট্রেলিয়া থেকে আশা কুনেম্যান। এরমধ্যে কুনেম্যানের শিকার বিরাট কোহলি। যদিও এই আউট নিয়ে খানিকটা সন্দেহ আছে।
ধসে যাওয়া ভারতীয় ব্যাটিংকে সামলানোর দায়িত্ব এবারও নিজের কাঁধে তুলে নেন অক্ষর প্যাটেল। সিনিয়র পার্টনার রবি অশ্বিনকে নিয়ে কোটলার বাইশ গজে স্বাধীনতার লড়াই শুরু হয়। কিন্তু অশ্বিন আউট হতে খানিকটা যেন খেই হারিয়ে ফেলেন ভারতীয়রা। ৭৪ রানে অক্ষর আউট হয়ে ভারত আটকে যায় ২৬২ রানে।