প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল টেস্টে ক্রিকেটের এক নম্বর ব্যাটার মানস লাবুশেনকে। বিশ্বকাপের চূড়ান্ত দলেও তাঁকে রাখা হল না। এই টুকু বাদ দিয়ে প্রায় পূর্ণ শক্তি নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বুধবার তাদের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে।
স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের সঙ্গে এই দলে রাখা হয়েছে গ্লেন ম্যাকওয়েলকে। যদিও তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে ভারতের মাটিতে অ্যাডাম জাম্পার বদলে দলে রাখা হয়েছে স্পিনার অ্যাস্টন আগরকে। রয়েছেন মিচেল মার্শ, ক্যামরন গ্রিনের মতো অলরাউন্ডার।
আরও পড়ুন : চমকহীন ভারতের বিশ্বকাপের স্কোয়াড, শ্রীলঙ্কা থেকে সরকারি সিলমোহর
বিশ্বকাপ খেলার আগে ভারতের মাটিতে তিনটি একদিনের ম্যাচ খেলবেন অজিরা। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই সিরিজ হবে। আট অক্টোবর, চেন্নাই থেকে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ভারত।