টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ডেভিড ওয়ার্নার। আগামী বছর হোমটাউন সিডনিতেই খেলেই তিনি ইতি টানতে চান তাঁর টেস্ট কেরিয়ারের। তিনি জানিয়েছেন, আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধের ম্যাচটিই হবে তাঁর শেষ টেস্ট সিরিজ।
৭ জুন থেকে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন ওয়ার্নার। এর আগে বেকেনহ্যামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন তিনি। তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি অ্যাশেজও খেলবেন ৩৬ বছর বয়সী তারকা ক্রিকেটার।
আরও পড়ুন - বিষন্নতায় প্যারিসকে বিদায়, শেষ ম্যাচে হেরে ফ্রান্স ছাড়লেন লিও মেসি