বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) ২৭০ রানে ডিক্লেয়ার দিল অস্ট্রেলিয়া (Australia)। দেড় দিনে ভারতের টার্গেট ৪৪৪ রান। এদিন ৮ উইকেট পড়েও যায় অস্ট্রেলিয়ার। ভারতের হয়ে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ২টি করে উইকেট উমেশ যাদব ও মহম্মদ শামির। এক উইকেট সিরাজের। রানতাড়া করতে নামল ভারত।
শনিবার ওভালে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু টানা ম্যাচ হয়। ম্যাচের তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। শনিবার সকাল থেকে মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি বড় রান করেন ৬৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৪১ রান করেন স্টার্কও।
আরও পড়ুন: স্টিভ ওয়ার পরামর্শই বদলে দিয়েছে রাহানেকে, মনে করছেন ল্যাঙ্গার