টেস্ট ক্রিকেটে ওপেনিং নিয়ে বেশ সমস্যায় টিম ইন্ডিয়া। কারণ লাল বলের ক্রিকেটে সেভাবে রান আসছে না ভারতীয় ওপেনারদের ঝুলিতে। আপাতত বাংলাদেশ সিরিজ চলছে ঘরের মাঠে। এরপর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আর আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর খেলতে যাবে রোহিত ব্রিগেড। এই সফরে ভারতীতের তৃতীয় ওপেনার হবেন কে? তা নিয়ে উঠছে প্রশ্ন।
জাতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, অস্ট্রেলিয়া সফরে ভারতের তৃতীয় ওপেনার হিসেবে দু'জনের নাম উঠে আসছে। জানা গিয়েছে, বোর্ডের প্রথম পছন্দ ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফর্মার অভিমন্যু ঈশ্বরণ। বাংলার ওপেনার অভিমন্যু এর আগেও ভারতের তৃতীয় ওপেনার হিসেবে মাঠে নেমেছেন। এছাড়াও রঞ্জি এবং দলীপ ট্রফিতে তাঁর যথেষ্ট ভাল পার্ফরম্যান্স রয়েছে। সামনেই রয়েছে ইরানি ট্রফি সেখানে নির্বাচকদের নজর কাড়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।
অভিমন্যুর সঙ্গে লড়াইয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড। বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানো হয়নি। বদলে ইরানি ট্রফি অধিনায়কত্ব করছেন তিনি। ফলে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের লড়াইয়ে তাঁকেও তৃতীয় ওপেনার হিসেবে নামানো হতে পারে।