লন্ডনের স্ট্রিপ বারের ভিডিয়ো ভাইরাল টিম ইন্ডিয়ার ওপেনার কে.এল রাহুলের। এই বার গুলিতে সাধরণত ‘নগ্ন’ নাচ পরিবেশনের চল রয়েছে। এই মরসুমে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ভারতীয় ক্রিকেটারের। এই ভিডিও ভাইরাল হতেই রাহুলের ‘রুচি’ নিয়ে উঠছে প্রশ্ন। এহেন ‘খারাপ সময়ে’ রাহুলের পাশে স্ত্রী আথিয়া। জানিয়ে দিলেন রাহুল সেই বারে একা যাননি, সঙ্গে ছিলেন তিনিও। তাঁর আর্জি, ‘আমি গিয়েছিলাম, অনেকেই যায়. দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না।’
একেই ফর্মে না থাকার কারণে একের পর এক ম্যাচ থেকে বাদ পড়ছেন রাহুল। এমনকি তাঁর চোটের জেরে করতে হয়েছে অস্ত্রোপচারও। আইপিএলে লখনউ টিমের অধিনায়ক ছিলেন। ব্যাটে তেমন রান আসেনি। এরপর উরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে যে ট্রোলিং চলছে, তা রাহুলকে মানসিকভাবে আঘাত করছে একথা আগেই জানিয়েছিলেন ক্রিকেটার। এবার নতুন ধাক্কা।