আগামী দু'বছর ভারতীয় দলের কোচ হিসেবে বহাল থাকবেন রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্রাবিড় নিজেই কোচ পদে থাকতে রাজি হননি। তাঁর উত্তরসূরি হিসেবে শোনা গিয়েছিল ভিভিএস লক্ষ্মণের নাম।
কিন্তু এবার সামনে এল আরও একটি তথ্য। জানা গেল, বিশ্বকাপের পর ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আশিস নেহরাকে ( Ashish Nehra)। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি আশিস। আর তার পরেই ফের দ্রাবিড়কে কোচ পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন - নাটকের অবসান, রোহিত-বিরাটদের হেডস্যর পদে মেয়াদ বাড়ল রাহুল দ্রাবিড়ের
আসলে বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের চুক্তি শেষ হয়েছিল। এরপরেই গুজরাত টাইটান্সের কোচ হিসাবে সাফল্য পাওয়া আশিসকে বেছে নিতে চেয়েছিল দল। কিন্তু জাতীয় দলের কোচিং করাননি কখনও। ফলে আইপিএলের সাফল্য পাওয়া মানেই যে জাতীয় দলে সাফল্য পাবেন এমন না।