সিংহের ডেরায় ঢুকে হাসতে হাসতে জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৭ বছর পর এমন একটি রেকর্ড গড়লেন আর্শদীপ সিং, যা আর কোনও ভারতীয়ের দখলে নেই।
আইডেন মারক্রম, ডেভিড মিলার, ভ্যান ডার ডাসেনদের মতো আফ্রিকার তাবড় তাবড় ব্যাটসম্যানদের ফেরালেন। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের পিচে তাঁর বোলিংয়ে তাসের ঘরের মতো ভাঙল লাইন আপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় হিসেবে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। এই নজির ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আর কারও নেই। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নিলেন ৫ উইকেট।
দুই নম্বরে রয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। রবিবার ২৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে তাঁর নজির ছুঁয়ে ফেললেন আবেশ খানও। চার ও পাঁচ নম্বরে ৪ উইকেট করে নিয়ে আছেন মুনাফ প্যাটেল ও ইশান্ত শর্মাও।