প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করলেন অর্জুন তেন্ডুলকর। একই সঙ্গে ছুঁলেন বাবা সচিনের কৃতিত্বও। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে সেঞ্চুরি করলেন অর্জুন (Ranji TRophy Debut Century)।
অলরাউন্ডার হলেও পেসার হিসেবেই স্বীকৃতি অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulakr)। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে সেই মিথ ভাঙলেন তিনি। এদিন সাত নম্বরে ব্যাট করতে নামেন অর্জুন। নেমেই সেঞ্চুরি তাঁর। ১২০ রানের ইনিংস খেলেন সচিন পুত্র। ২০৭ বলে সেই ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি ছিল। ১৭৭ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। ষষ্ঠ উইকেটে সুয়স প্রভুদেশাইয়ের সঙ্গে ২১২ রানের পার্টনারশিপ করেন তিনি।
মুম্বই রঞ্জি টিমে খেলার সুযোগ পাননি অর্জুন। এই মরশুমে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। গোয়ার হয়ে এবার বিজায় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট ও খেলেছেন অর্জুন।
আরও পড়ুন: পুজারা-শ্রেয়সের জুটিতে স্বস্তি, বাংলাদেশের বিরুদ্ধে দিনের শেষে ভদ্রস্থ জায়গায় ভারত
৩৪ বছর আগে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করেন সচিন। দলীপ ও দেওধর ট্রফির অভিষেক ম্যাচেও শতরান করেন সচিন। সেই পথেই এবার অর্জুন তেন্ডুলকর।