আইপিএলের মাঝেই মুম্বই ইন্ডিয়ান্স টিম থেকে উধাও হয়ে যান। কী হয়েছিল অর্জুন তেন্ডুলকরের। তা নিয়ে কিছু জানায়নি মুম্বই। লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগে সামনে এল সেই রহস্য। জানা গেল কুকুর কামড়ে দিয়েছিল অর্জুনকে।
মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি লখনউ ও মুম্বই। এই ম্যাচের আগে ফের দলে ফিরেছেন অর্জুন। লখনউ ফ্র্যাঞ্চাইজি একটি টুইট করে অর্জুনকে স্বাগত জানায়। সেই ক্যাপশনে লেখা হয়, 'মুম্বই সে আয়া হামারা দোস্ত'। সেই ভিডিয়োতেই তাঁর গায়েব হওয়ার কারণ জানালেন অর্জুন। বাঁ হাত দেখিয়ে তিনি জানান, কুকুর কামড়ে দেয় তাঁকে। তাই বিশ্রামে ছিলেন তিনি।
মুম্বইয়ের হয়ে ম্যাচে ভাল পারফরম্যান্স করছিলেন সচিন-পুত্র। মাঝপথে তিনি না থাকায় জল্পনা শুরু হয়। চোট বা খারাপ ফর্ম নয়, কুকুরের কামড়ের পরই আহত হন অর্জুন। এবার আইপিএলে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন তিনি।