আইপিএল মিলিয়ে দিল মহেন্দ্র সিং ধোনি ও অরিজিৎ সিংকে। উদ্বোধনে অরিজিতের পারফরম্যান্সে উদ্বেল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শক। আর ধোনিকে দেখা গেল ডাগআউটে বসে তাল মেলাতে। এরপর অরিজিৎ যা করলেন, তা বোধ হয় কেউ স্বপ্নেও ভাবেননি। তামাম বিশ্ব যে বাঙালির কণ্ঠে পাগল, সেই অরিজিৎ বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আর সেই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
এদিন মঞ্চে প্রথম থেকেই বিনয়ী ছিলেন অরিজিৎ। অনুষ্ঠান শুরুর আগে দর্শকদের কাছে মাফ চেয়ে নেন তিনি। জানান, কোনও ভুল হলে মাফ করে দেবেন। পারফরম্যান্সের পর স্টেজে আসেন ধোনি। ধোনিকে প্রণাম করেন অরিজিৎ। ধোনি অরিজিতকে বুকে টেনে নেন।
এদিন মঞ্চে হ্যায় মেরে বতন, কেশরিয়া , পাঠান, দেবা-দেবা গাইলেন অরিজিৎ। সেই গর্জনে গলা মেলাচ্ছিল পুরো স্টেডিয়াম। অরিজিতের পারফরম্যান্স দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। একের পর অনুরাগীদের টুইটার ভেসে আসতে দেখা যায়।