এবার রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ১৫টি ইনিংস খেলে ৮৬৭ রান করেন তিনি। তিনটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাটে। আইপিএল থেকে নিজেকে সরিয়েই রেখেছিলেন। এবার আইপিএলে ধারাভাষ্য অনুষ্টুপের।
খেলা ও ধারাভাষ্য পাশাপাশি চালানো এখন নতুন কিছু নয়। দীনেশ কার্তিকও এক সময় ধারাভাষ্য দেন। আবার আইপিএল ও জাতীয় দলেও ফিরেছেন তিনি। এবার আইপিএলে বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন অনুষ্টুপ। বাংলার ক্রিকেটার জানান, মাঝপথেই তিনি ধারাভাষ্য দেওয়ার ডাক পান। নতুন অভিজ্ঞতার জন্য রাজিও হয়ে যান তিনি। অনুষ্টুপ জানান, তিনি অনেক কিছু শিখতে পারছেন। তা থেকে শিক্ষা নিয়ে নিজের খেলায় উন্নতি করবেন।
২০০৪ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন অনুষ্টুপ মজুমদার। ২০ বছর বাংলার হয়ে ব্যাট করছেন। দুবছর কেকেআর টিমে ছিলেন। ২০১২ সালে সৌরভের পুনে ওয়ারিয়র্সের হয়ে ৪ ম্যাচ খেলেন তিনি।