অনুষ্টুপ-সুদীপের জোড়া শতরান। তারপরেও ইনদৌরে রণজি ট্রফির সেমিফাইনালে বেলাশেষে তাল কাটল বাংলার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলা স্কোর চার উইকেটে ৩০৭ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক মনোজ। সঙ্গে শাহবাজ আহমেদ। ২ উইকেটে ৫১ রান। এখান থেকেই এদিন বাংলার হাল ধরেন সুদীপ ঘড়ামি এবং অনুষ্টুপ মজুমদার। ২০৬ বলে ১২০ রান অনুষ্টুপের। ২১৩ বলে ১১৩ রান সুদীপের। চতুর্থ উইকেটে বাংলার দুই ব্যাটারের পার্টনারশিপ ২৪১ রানের।
আঙুলে চোট নিয়ে রণজি ট্রফির সেমিফাইনালে শতরান বাংলার অনুষ্টুপ মজুমদারের। বুধবার, ইনদৌরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চায়ের কিছু পরেই শতরান করেন বাংলার এই ব্যাটার। এই মরশুমে এটা তাঁর তৃতীয় শতরান। মূলত অনুষ্টুপ ও সুদীপের ব্যাটের উপর ভর করেই কার্যত ম্যাচে ফেরে বাংলা। কারণ, টস জিতে ব্যাট করতে নেমে খুব অল্প রানেই দুই ওপেনারকে হারিয়ে দিল মনোজ তিওয়ারির দল।
এর আগে রণজি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি বাংলার। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। খুব দ্রুতই ফিরে যান করণ লাল এবং অভিমুন্য ইশ্বরণ। ইনদৌরে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক ও রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মনোজ তিওয়ারি। গৌরব যাদবের বলে প্রথমে আউট হন অভিমুন্য। এরপর অনুভব আগরওয়ালের বলে আউট হন করণ।