বিরাটের হোটেল রুমের ভিডিয়ো প্রকাশ হওয়ায় এবার ক্ষোভ উগরে দিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। কোহলি ঘরে না থাকার সময় তাঁর ঘরে ঢুকে ভিডিয়ো। এই ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। এই ঘটনা সরাসরি অপরাধ বলে মনে করছেন তিনি।
তাঁর হোটেল রুমের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল, এদিন তা নিজেই শেয়ার করেন বিরাট। সেখানেই ক্ষোভ উগরে দেন অনুষ্কা। তিনি লেখেন, "আগেও এরকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ হয়েছে। অনেকে ভাবেন জনপ্রিয় হলে এটা সহ্য করতে হবে। কিন্তু সবার সংযম দেখানো উচিত। এটা যদি আপনার শোয়ার ঘরে হত, তা হলে কী হত!"
এই ঘটনায় বিরাট নিজেও খুব বিরক্ত। তিনি এদিন ইনস্টাগ্রামে লেখেন, "অনুরাগীরা সব সময় প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান। তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাঁকে সম্মান করি। কিন্তু এই ভিডিয়ো দেখে আমি আতঙ্কিত। আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হলে কোথায় হবে? এই ধরনের ভালবাসা চাই না। ব্যক্তিগত পরিসরকে বিনোদনের পন্য করে তুলবেন না।"