মেয়েদের প্রিমিয়ার লিগে সবথেকে বেশি দাম পেলেন অ্যানাবেল সুদারল্যান্ড ও কেশবি গম্ভীর। অস্ট্রেলিয়ান প্লেয়ার সুদারল্যান্ডকে কিনল দিল্লি ক্যাপিটালস। ভারতীয় অলরাউন্ডার কেশবি গৌতমকে কিনল গুজরাত জায়ান্টস। নিলামে তাঁদের দুজনেরই দর উঠেছে ২ কোটি।
এছাড়াও বড় দর পেলেন বৃন্দা দীনেশ। ইউপি ওয়ারিয়ার্স তাঁকে কিনেছে ১ কোটি ৩০ লক্ষ টাকায়। ১ কোটি ২০ লক্ষ টাকা দর উঠেছে সাবনিম ইসমাইলের। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফোয়েবে লিচফিল্ডকে ১ কোটি টাকার দরে কিনল গুজরাত জায়ান্টস।
মেয়েদের প্রিমিয়ার লিগে এদিন মোট ১৬৫ জন ক্রিকেটারের নিলাম হয়। তার মধ্যে ১০৪ জন ভারতীয় ক্রিকেটার। ৬১ জন বিদেশি ক্রিকেটার।