প্রথম সাত ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই হারতে হয়েছিল। এবার হারলে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে যেত। আরসিবি-র বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল। তুলে নিয়েছেন বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাচে জয়ের পর ক্যারিবিয়ান তারকা বলেন, "এই জয় খুব প্রয়োজন ছিল। শেষ কয়েকটি ম্যাচে পিছিয়ে পড়েছিলাম। ২ পয়েন্ট পেয়ে খুশি। ২০০ রানের লক্ষ্য আগেই ঠিক করে নিয়েছিলাম। রান তোলার চাপ, কাজে দিয়েছে।"
বুধবার ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন জেসন রয়। বড় ইনিংস আসে অধিনায়ক নীতিশ রানার ব্যাট থেকেও। ২১ বলে ৪৮ রান করেন তিনি। ব্যাট হাতে নেমে সাফল্য পাননি রাসেল।