কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল তাঁর গিটার বাজানোর ভিডিয়ো। এবার যোগাসন করে তাক লাগালেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সৌরভ নেত্রাভালকর।
আমেরিকা সুপার এইটে ওঠা নিশ্চিত করেছে। তার নেপথ্যে অনেক বড় ভূমিকা আছে সৌরভের। এবার ইনস্টাগ্রামে একটি যোগাসনের ভিডিয়ো শেয়ার করলেন সৌরভ। যোগাসনের বিভিন্ন পজিশন দেখিয়েছেন তিনি। তিনি ক্যাপশানে লেখেন, "যোগাসন চলছেই। পদ্মাসনে জোর দিতে চাই। পদ্মফুল দেখে আমরা শিখেছি, পাকের মধ্যেও কীভাবে নিজের ফুটিয়ে তোলা যায়। সেই নোংরা নিজের গায়ে লাগেও না।"
ভারতের বিরুদ্ধে আমেরিকা একমাত্র ম্যাচে হেরেছে। সেই ম্যাচে নজর কাড়ে সৌরভের বোলিং। প্রথম ওভারেই তিনি আউট করেন বিরাট কোহলিকে। পরের ওভারের ফেরান রোহিত শর্মাকে। কয়েকদিন আগে সৌরভের দিদি জানান, হোটেলে ফিরে ম্যাচে পর ল্যাপটপ খুলে কাজও করেন সৌরভ। ওরাকল সংস্থা তাঁকে বিশ্বকাপের জন্য ছুটি দিলেও, কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেননি তিনি।