Ambati Rayudu Tweet: আইপিএলে এবার অবসর 'নাটক', রায়ডুর টুইট ঘিরে জল্পনা, বিতর্ক ওড়াল চেন্নাই

Updated : May 14, 2022 16:00
|
Editorji News Desk

এবারের আইপিএল কি অম্বাতি রায়ডুর(Ambati Rayudu) শেষ আইপিএল? জল্পনা বাড়ালেন রায়ডু নিজেই। আইপিএলের(IPL 2022) মাঝেই অবসরের কথা ঘোষণা করেন তিনি। কিন্তু তার ঠিক ১৫ মিনিটের মাথাতেই মুছে দেন নিজের করা সেই টুইট। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। 

টুইটে অম্বাতি রায়ডু(Ambati Rayudu) লেখেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার শেষ আইপিএল মরসুম। ১৩ বছর দু’টি বড় দলের অংশ হয়ে খুব ভাল সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স(MI) ও চেন্নাই সুপার কিংসকে(CSK) ধন্যবাদ।’ ১৫ মিনিটের মধ্যে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি। 

আরও পড়ুন- IPL 2022, KKR vs SRH preview: আজ আইপিএলে কামিন্সহীন কলকাতা, হায়দরাবাদের বিরুদ্ধে ফের রদবদলের ইঙ্গিত

সূত্রের খবর, এভাবে মরসুমের মাঝে রায়ডু যে অবসরের কথা ঘোষণা করবেন, সেটা জানতেন না চেন্নাই(CSK) ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও চেন্নাইয়ের দু’টো খেলা বাকি। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু(Ambati Rayudu)। 

এই মরসুমে ১২৪ স্ট্রাইক রেটে ২৭১ রান করেছেন রায়ডু। তবে তাঁর ফিটনেস সমস্যা করেছে। পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে ৭৮ রানের ইনিংসে শেষ দিকে হাঁফাচ্ছিলেন তিনি। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, ডান হাতে একটি চোট রয়েছে রায়ডুর। তবে চোটের কারণেই তিনি হঠাৎ অবসরের ঘোষণা করলেন, তা অবশ্য নিশ্চিত নয়।

উল্লেখ্য, এবারই প্রথম নয়। এর আগে ভারতীয় দল(Team India) থেকে বাদ পড়েও টুইট করেছিলেন রায়ডু। ২০১৯ সালে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রায়ডু(Ambati Rayudu)। পরে বিতর্কের মুখে সেই টুইটটি মুছতে বাধ্য হন তিনি। 

IPL 2022retirementChennai Super KIngsAmbati Rayudu

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও