হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আইপিএলে (IPL 2022) খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছর T20 ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup) দেশের হয়ে শেষবার নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে আইপিএলে ফিরেই দারুণ শুরু করলেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হারাল তাঁদের দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দল হিসেবে মাঠে নেমেছিল লখনউ ও গুজরাট। গুজরাটের হয়ে এদিন চার ওভার বল করতেও দেখা যায় হার্দিককে। ৪ ওভারে ৩৭ রান দেন তিনি। পিঠে চোট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার অনিশ্চিত হয়ে যায় হার্দিকের। অস্ত্রোপচারের পর বাদ পড়েন জাতীয় দল থেকেও। গতকাল আইপিএল ম্যাচে হার্দিককে দেখে অনেকটাই ফিট মনে হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে, ফের জাতীয় দলে ফিরতে পারবেন অলরাউন্ডার।
আরও পড়ুন: চেলসির মালিক রোমান আব্রামোভিচের উপর বিষপ্রয়োগ? চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল বিশ্ব
আইপিএলে নতুন দল গুজরাট টাইটান্সের জন্যও হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আইপিএলে তাঁর পারফরম্যান্সের ওপর নজর রাখছেন বোর্ডের নির্বাচকরাও। বছরের শেষে ফের T20 বিশ্বকাপে। আইপিএলে ভালো খেললে ডাক পেতে পারেন বিশ্বকাপের দলেও।