ভারত-বাংলাদেশ টেস্টে রীতিমতো নিজের দাপট দেখিয়েছেন বাংলার জোরে বোলার আকাশ দীপ। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও নজর কেড়েছেন তিনি। ফলে এবার তাঁকে অলরাউন্ডার হিসেবে ভাবছে টিম ম্যানেজমেন্ট। এমনকি অনেকে মনে করছেন বাংলাদেশের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া সফরে নিজের জায়গা পাকা করছেন আকাশ দীপ?
জানা গিয়েছে, বাংলাদেশ সিরিজে আকাশ দীপের পারফরম্যান্স অনুযায়ী তাঁকে বাদ দেওয়া টিম ইন্ডিয়ার পক্ষে কঠিন। অথচ নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে ফিরতে পারেন মহম্মদ শামি। তবে, সবে চোট সারিয়ে ফেরার কারণে শামির উপর বেশি চাপ দিতে চাইবে না দল। সেক্ষেত্রে পিচ অনুযায়ী, ভারতের দুই পেসার প্রয়োজন হলে খেলতে পারেন বুমরা আর সিরাজ।
অন্যদিকে, নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেখানে বর্ডার গাভাসকার ট্রফির পাঁচটি রয়েছে। এই ম্যাচে খেলানো হবে বুমরাকে। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের কারণে যদি বুমরাকে ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামানো হতে পারে আকাশ দীপকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে প্রমাণ করতে পারলে বর্ডার গাভাসকার ট্রফিতে দলের প্রথম একাদশে সুযোগ না পেলেও, চতুর্থ পেসার হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। ফলে, বলাই যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে নিজের জায়গা একপ্রকার পাকা করে ফেলেছেন বাংলার আকাশ।