কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে টাইগারদের বিরুদ্ধে রীতিমতো জ্বলে উঠলেন বাংলার আকাশ দীপ। দ্বিতীয় টেস্টের শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর টাইগাররা ব্যাটিং শুরু করার এক ঘণ্টার মধ্যেই পর পর দুটি উইকেট হারায় বাংলাদেশ। আর দুটি উইকেটই নেন আকাশ দীপ।
মাঠে নেমেই বাংলাদেশের দুই ওপেনারকে প্যাভেলিয়ানে পাঠান আকাশ। প্রথম উইকেটে বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে ফিরিয়ে দেন আকাশ দীপ। কোনও রান করেননি তিনি। এই উইকেট নিয়ে আলোচনা হতে না হতেই আরও একটি উইকেট নেন আকাশ দীপ। তাঁর বলে এলবিডব্লিউ হন শাদমান ইসলাম।
যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি। তবে, আউট নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন আকাশ। তিনি DRS নিতে বলেন ক্যাপ্টেন রোহিতকে। উইকেটকিপার ঋষভ পন্থ রিভিউ নেওয়ার জন্য খুব একটা আত্মবিশ্বাস দেখাতে পারেননি। রোহিতেরও তেমন আত্মবিশ্বাস ছিল না। কিন্তু রিভিউ নিয়ে দেখা যায় তা সফল। এরপরেই চক্ষু ছানাবড়া হয়ে যায় হিটম্যানের।