আশিস নেহরাকে (Asish Nehra) প্রধান কোচ করার পরিকল্পনা আইপিএলের (IPL 2022) নতুন ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদের (Ahmedabad)। টিমের ডিরেক্টর হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইংল্যান্ড ব্যাটসম্যান বিক্রম সোলাঙ্কি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে (Gary Kirsten) টিমের মেন্টর করতে পারে আমেদাবাদ।
জানা গেছে, আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি এই তিনজনের সঙ্গে কথাও বলেছে। আইপিএলে ২০২২ মরশুমে এই তিনজনের পরামর্শেই টিম চালাতে চায় আমেদাবাদ।
আরও পড়ুন: আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ
এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন আশিস নেহরা ও গ্যারি কার্স্টেন।