এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে খারিজ হয়ে গেল পাকিস্তানের যাবতীয় দাবি। লাহোরে গিয়ে পাক বোর্ডের যাবতীয় দাবি খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেটের পেরেন্ট বডি আইসিসি। পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী দাবি করেছিলেন, ভারত এশিয়া কাপ না খেললে, পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। লাহোরে পাক বোর্ডের সঙ্গে বৈঠকে পাকিস্তানের এই হাইব্রিড মডেল খারিজ করে দিল আইসিসি। সাফ জানানো হয়েছে, বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে।
সম্প্রতি বিশ্বকাপের আগে প্রস্তুতি বৈঠক সারতে পাকিস্তান গিয়েছিলেন আইসিসির কর্তারা। পাক বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইসিসি প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডাইস। ওই বৈঠকেই নাজমের যাবতীয় দাবি খারিজ করা হয়েছে। আইসিসি সাফ জানিয়েছে, এভাবে একতরফা কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। এমনকী, আন্তর্জাতিক ভাবে সেই দাবিকে প্রকাশও করা যাবে না।
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে ভারত তা বয়কট করবে। এই দাবিতে অনড় থাকে বিসিসিআই। ভারতীয় বোর্ডের কার্যত চাপেই পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাল্টা চাপ হিসাবে ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। যদিও পাক বোর্ডের এই দাবির সঙ্গে একমত ছিলেন না সে দেশের অধিকাংশ ক্রিকেটার।