ঘরের মাঠে বিশ্বকাপের আগে দারুণ স্বস্তি। তিন বছর পর একদিনের ক্রিকেটে শতরানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার ইন্দৌরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নিময়রক্ষার ম্যাচে ৮৪ বলে শতরান পূর্ণ করেন তিনি। এরপর ১০১ রান করেই আউট হন রোহিত। রোহিতের পাশাপাশি এই ম্যাচে শতরান পূর্ণ করেন ভারতের আর এক ওপেনার শুভমন গিলও। এদিন একদিনের ক্রিকেটে ৩০তম শতরান করলেন রোহিত।
বেশ কয়েকটি ম্যাচে হাফ সেঞ্চুরি হলেও রোহিতের ব্যাটে শতরান ছিল না। ।যা কার্যত চিন্তায় ফেলেছিল ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে। ইন্দৌরে আপাতত সেই চিন্তা মিটিল। ৮৫ বলে ১০১ রানের রোহিত ইনিংস সাজানো থাকল বাউন্ডারি ও ওভার বাউন্ডারির ফুলঝুরিতে। এদিন শুভমনকে সঙ্গে নিয়ে ফের চেনা ছন্দে দেখা গেল রো-হিটকে।
করোনার আগে ২০২০ সালে জানুয়ারি মাসে একদিনের ক্রিকেটে শেষ শতরান করেছিলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অবদান ছিল ১১৯ রান। তিন বছর পর আবার তার ব্যাটে সেঞ্চুরি। বিশ্বকাপের আগে যা স্বস্তি ভারতীয় দল এবং রাহুল দ্রাবিড়ের কাছে।