ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে আরও শক্তি বাড়াল ভারত। এশিয়া কাপ জয়ীদের বিরুদ্ধে ভারতীয় বোলিং লাইন-আপে যোগ করা হল যশপ্রীত বুমরাকে। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। তার আগে মঙ্গলবার বুমরার দলে ঢোকার খবর জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তিন মাস পর ফের ভারতীয় দলে চোট সারিয়ে ফিরছেন বুমরা। বুমরার অন্তর্ভুক্তিতে শামি-সিরাজ-উমরানদের শক্তি আরও বাড়ল। গত ২৭ ডিসেম্বর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ জনের দল ঘোষণা করা হয়েছিল। এদিন সেই দলে বুমরা নাম যোগ করা হল।
গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন বুমরা। হায়দরাবাদে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে পায়নি টিম ইন্ডিয়া। পাওয়া যায়নি নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরে। মূলত ফিটনেসের অভাবেই ভারতীয় দলে জায়গা পাননি তিনি। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ রাহুল দ্রাবিড়।
বুমরাকে এই দলে রাখার ব্যাপারে অধিনায়ক রোহিত শর্মা এবং সিনিয়র ক্রিকেটার বিরাটর কোহলির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন দ্রাবিড়। তারপরেই বুমরাকে দলে নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৫০ ওভারের বিশ্বকাপের আগে, ছোট ছোট সিরিজ খেলিয়েই বুমরাকে ফিট করার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। কারণ, ঘরের মাঠে বুমরা ছাড়া বিশ্বকাপে ভারত, কোনও ভাবেই ভাবতে চায় না টিম ইন্ডিয়া।