জল্পনার অবসান। সাত বছর পর ভারতের মাটিতে ক্রিকেট খেলতে এল পাকিস্তান। বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে এসে হাজির হলেন বাবর আজমরা। এই শহরেই তাঁরা প্রস্তুতি ম্যাচ খেলবেন। ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
ভারতে আসার আগে পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, এশিয়া কাপের পারফরম্যান্সের উপর তাঁদের বিচার করলে ভুল করা হবে। তিনি স্বীকার করেছেন, এশিয়া কাপে তাঁদের দলে অনেক ভুলভ্রান্তি হয়েছে। যার খেসারতও দিতে হয়েছে। তবে, বিশ্বকাপে অন্য পাকিস্তানকে পাওয়া যাবে বলে দাবি করেছেন পাক অধিনায়ক।
আরও পড়ুন : হিমাচলের রাস্তায় ঘুরল বিশ্বকাপ ট্রফি, ধর্মশালায় প্রদর্শন, ব্যান্ড পার্টিতে স্বাগত শহরের
সাত বছর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে গিয়েছেন মহম্মদ নওয়াজ এবং সলমান আলি। চোটের কারণে সেবার ভারতে আসতে পারেননি বাবর। ফলে এই প্রথম ভারতের ক্রিকেট খেলতে এলেন পাক অধিনায়ক বাবর আজম।