চ্য়াম্পিয়ন টিম ইন্ডিয়া। চ্য়াম্পিয়ন্স ট্রফি জয়। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে জয়ী ভারত। রোহিত ও বিরাট তাঁদের কেরিয়ারে চারবার ICC ট্রফি জিতলেন। জসপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। মহম্মদ শামিও সম্পূর্ণ ফিট ছিলেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রফি জয় টিম ইন্ডিয়ার। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল তিন স্পিনারকে প্রথম থেকে খেলিয়ে সাফল্য। আর গ্রুপের শেষ ম্য়াচ থেকে ফাইনাল পর্যন্ত রহস্য় স্পিনার বরুণ চক্রবর্তী। যাঁরা দুবাইয়ের পিচে পেসারদের শূন্য়তা ঢেকে দিয়েছেন। এবার ট্রফি নিয়ে ঘরে ফেরার পালা রোহিত ব্রিগেডের।
পাকিস্তান এবার চ্য়াম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। দুবাইয়েই গোটা টুর্নামেন্ট খেলে ভারত। ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে ৭৬ রান করেন তিনি। ৩১ রান করেন শুভমান গিল। ৪৮ রান আসে শ্রেয়স আইয়ারের ব্য়াটে। ২৯ রান করেন অক্ষর প্য়াটেল। শেষদিকে টিমকে টানেন কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া আউট হলেও খেলা শেষ করেন আসেন রবীন্দ্র জাদেজা। এই টুর্নামেন্ট শেষ হলেও কিন্তু ভারতের বোলিং বা ফিল্ডিং নিয়ে অনেক প্রশ্ন থাকছে। ২০২৬ সালে ফের T20 বিশ্বকাপ খেলবে ভারত। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। দুই বড় টুর্নামেন্টের আগে প্রস্তুত হওয়ার জন্য় হাতে থাকছে এই বছরটাই। তাই সতর্ক টিমের হেড কোচ গৌতম গম্ভীর। আত্মসন্তুষ্টিতে ভুগতে চাইছেন না তিনি।
চলতি বছর জুন ও জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর বাংলাদেশ সফর। তিনটি ODI ও তিনটি T20 খেলতে হবে ভারতকে। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর। অক্টোবরেই দুবাই অথবা শ্রীলঙ্কাতে হবে T20 ফরম্য়াটে এশিয়া কাপ। তারপরই অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া। তিনটি ওয়ানডে ও ৫টি T20 হবে। এরপরই ঘরের মাঠে আসবে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি T20 সিরিজ হবে। ২০২৪-এ বার্বাডোজে T20 ট্রফি জয়। এবার দুবাইয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফি জয়। তাই এই টিম ইন্ডিয়ার কাছে প্রত্য়াশা বাড়ছে। অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে ক্য়ালেন্ডার অনুযায়ী পরিকল্পনা করতে হবে। সেটাই চাইছে টিম ম্য়ানেজমেন্ট।
কিছু গুরুত্বপূর্ণ দিক:
👉 রোহিত ও বিরাটের কেরিয়ারে চতুর্থ ICC ট্রফি জয়: রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য এটি তাদের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। চারটি আইসিসি ট্রফি জয় করার মতো বিরল কীর্তি গড়েছেন তারা।
👉 বোলিং ইউনিটের অসাধারণ পারফরম্যান্স: জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি পুরোপুরি ফিট না থাকার পরও কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল স্পিন ত্রয়ী দারুণভাবে নিজেদের দায়িত্ব সামলেছেন। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর ভূমিকাও ছিল চমৎকার।
👉 ব্যাটিং লাইনআপে ভারসাম্য: রোহিত শর্মার ৮৩ বলে ৭৬, শুভমান গিলের ৩১, শ্রেয়স আইয়ারের ৪৮ ও অক্ষর প্যাটেলের গুরুত্বপূর্ণ ২৯ রানের ইনিংস দলকে এগিয়ে নিয়েছে। শেষদিকে কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্সও জয় নিশ্চিত করতে সাহায্য করেছে।
ভবিষ্যতের চ্যালেঞ্জ:
➡️ ভারতের পরবর্তী লক্ষ্য ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। এই দুই বড় প্রতিযোগিতার আগে প্রস্তুতির জন্য ২০২৫ সাল গুরুত্বপূর্ণ হবে। কোচ গৌতম গম্ভীর স্পষ্টই বলেছেন, আত্মসন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না।
➡️ আগামী সিরিজ সূচি:
✅ জুন-জুলাই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ
✅ এরপর: বাংলাদেশ সফর (৩টি ওয়ানডে, ৩টি টি-২০)
✅ এরপর: ওয়েস্ট ইন্ডিজ সফর
✅ অক্টোবর: এশিয়া কাপ (দুবাই বা শ্রীলঙ্কা)
✅ এরপর: অস্ট্রেলিয়া সফর (৩টি ওয়ানডে, ৫টি টি-২০)
✅ এরপর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ (২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৫টি টি-২০)