একটাও বল গড়ায়নি গ্রেটার নয়ডা স্পোর্টস গ্রাউন্ড কমপ্লেক্সে। যার জেরে বাতিল হয়ে গেল আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। গত ৯১ বছরে প্রথমবার ভারতের মাটিতে এমন ঘটনা ঘটল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭টি ম্যাচে একটি বলও গড়াল না। এর আগে ১৯৯৮ সালে এমন পরিস্থিতি ঘটে। সেই ম্যাচে ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে।
এই প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার কথা ছিল আফগানিস্তানের। ম্যাচের প্রথম দু'দিন কোনও বৃষ্টি হয়নি। কিন্তু এরপর আচমকাই বৃষ্টি শুরু হয়। গত চারদিন ধরেই বৃষ্টি হচ্ছে। মাঠের বেশিরভাগ অংশ ঢাকা দেওয়া থাকলেও, সারা রাতের মুষলধারা বৃষ্টির জেরে আউটফিল্ডের একাধিক জায়গায় জল জমে।
এরপর সামনে আসে স্টেডিয়ামের অপ্রস্তুতির ছবি। দেখা যায় বৈদ্যুতিক পাখা ব্যবহার করে ভেজা অংশগুলি শুকানোর চেষ্টা করছে গ্রাউন্ড স্টাফরা। এরপরেই এক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিক PTI-র কাছে পরিস্থিতিকে 'বিশৃঙ্খলা' হিসেবে বর্ণনা করা হয়।
এই অব্যবস্থাপনার অভিযোগে মুখ খুলেছেন স্পোর্টস কমপ্লেক্সের ম্যানেজার শহীদ বিজয় সিং পথিক। তিনি জানিয়েছেন, আফগানিস্তান দল ৩০ অগস্টে পৌঁছেছিল এবং ১-২ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের মধ্যে একটি ৩ দিনের ম্যাচ খেলেছিল। কোচ জোনাথন ট্রটের চাহিদা অনুযায়ী, পিচ তৈরী করেছিলাম। বৃষ্টির গতি বেশি থাকায় মাঠ ঢেকেও লাভ হয়নি। আর এটা আফগানিস্তানের হোম ভেন্যু কাজেই তাঁরা এই বিষয় সচেতন।'