বাংলাদেশকে হারিয়ে ইতিহাস আফগান ব্রিগেডের। প্রথমবার T20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এই ম্য়াচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার শেষ চারে ওঠার ভাগ্য। বাংলাদেশ হারতেই এবার T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। বিধ্বংসী বোলিং নবীন উল হক ও রশিদ খানের।
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। ৪৩ রান করেন ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ। বাংলাদেশকে সেই রান করতে হত ১২.১ ওভারে। নির্ধারিত সময়ে রানের গণ্ডি পার করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে বাংলাদেশের টার্গেট কমে দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান। ৫৪ রান করে অপরাজিত ছিলেন লিটন দাস। কিন্তু ১০৫ রানেই অলআউট বাংলাদেশ শিবির।
আফগানিস্তানের হয়ে ৪টি করে উইকেট তুলে নেন রশিদ খান ও নবীন উল হক। ৪ ওভারে ১৩ রান দেন নূর আহমেদ।