মোহালিতে ভারতকে বড় রানের টার্গেট দিল আফগানিস্তান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাঁরা তুলল ১৫৮। ২৭ বলে ৪২ রান করলেন মহম্মদ নবি। ১১ বলে ১৯ রান এলে নাজিবুল্লা জাদরানের ব্যাটে। দীর্ঘদিন পর T20 ম্যাচে প্রত্যাবর্তনে খাতা না খুলেই রান আউট হয়ে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। বাংলার পেসার মুকেশ কুমার ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ১ উইকেট নেন শিবম দুবে।
জবাবে ব্যাট করতে নেমেই দ্বিতীয় বলে রান আউট বন রোহিত শর্মা। ক্রিজে আছেন শুভমান গিল ও তিলক ভার্মা।