এক ওভারে ৪৮ রান। ৭টি ওভার বাউন্ডারি। অবিশ্বাস্য রেকর্ড গড়লেন আফগানিস্তানের ব্যাটার সেদিকুল্লা অটল। স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট কাবুল প্রিমিয়ার লিগে এই কীর্তি গড়েন তিনি।
শাহিন হান্টার্স বনাম ডিফেন্ডার্স ম্যাচে এই কীর্তি গড়েন সেদিকুল্লা। ইনিংসের ১৯তম ওভারে বাঁ হাতি স্পিনার আমির জাজাইয়ের ওভারে সাতটি ছয় মারেন তিনি। ওভারের শুরুতেই নো বল হয়। সেই বলে আসে প্রথম ছয়। একটি ওয়াইড বল বাউন্ডারি হয়। এর পর ৬ বলে ৬টি ছক্কা মারেন অটল।
আরও পড়ুন: নতুন সেলিব্রেশনে মেসি, ভক্তদের অর্থ বোঝাতে ময়দানে আন্তোনেলা
এর আগে ৬ বলে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়েন গ্যারি সোবার্স, যুবরাজ সিংরা। ঘরোয়া টুর্নামেন্টে এক ওভারে ৭টি ছয় মেরেছিলেন ভারতের রুতুরাজ গাইকোয়াড়। এই ইনিংসের পর বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পেতে পারেন সেদিকুল্লা অটল।