দীর্ঘ প্রতীক্ষার অবসান। এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ৩১ অগাস্ট-১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। হাই ব্রিড মডেলেই এবার এশিয়া কাপ আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দেশেই আয়োজন হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কাতে হবে। পাকিস্তানে ৪টি ম্যাচ হবে, আর ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তাই এবার এশিয়া কাপ ৫০ ওভারের টুর্নামেন্ট ২০২৩ এশিয়া কাপে দুটি গ্রুপ আছে। প্রত্যেক গ্রুপ থেকে চারটি দল সুপার ফোর স্টেজে যাবে। সুপার ফোর স্টেজ থেকে ফাইনালে যাবে দুটি দল।