এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি। ক্রিকেট মাঠে দুজনের বন্ধুত্বের কথা কে না জানে। দুজন পরষ্পরকে শ্রদ্ধাও করেন। কিন্তু বিরাটকে যখন প্রথম দেখেছিলেন এবি ডিভিলিয়ার্স, সেই মুহূর্ত কেমন ছিল! নিজেই জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।
আরসিবি টিমের একটি এপিসোডে ডিভিলিয়ার্স জানান, বিরাটকে দেখে মেজাজি মনে হয়েছিল তাঁর। ডিভিলিয়ার্সের মতে, প্রথম বিরাটকে দেখার পর ঠিক পছন্দ হয়নি। মনে হয়েছিল, বিরাট নিজেকে অনেকটাই ঢেকে রাখেন। তবে এবি জানান, বিরাটের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর সেই ধারণা পাল্টায়।
সাক্ষাৎকারে এবি ডিভিলিয়ার্স বলেন, "আমার মনে হয়, প্রথম ওকে দেখে আমার মনে হয়েছিল ওর মধ্যে অনেক বাধা। সত্যি বলতে ওকে পছন্দ হয়নি। এখন ও সেরা পার্সোনালিটি। কিন্তু প্রথম বিরাটকে মুখোমুখি দেখে মনে হয়েছিল, আরও একটু নম্র হওয়া উচিত।"