আমেদাবাদ থেকে শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। ইন্দোর টেস্টের আগে এই দাবি করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর এই দাবি এবার আক্ষরিক হতে চলেছে। কারণ, অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় টেস্ট হারের পর ওভাল যাওয়া এখন কঠিন টিম ইন্ডিয়ার কাছে। অঙ্ক বলছে, এই সিরিজে আরও একটি টেস্ট জিততে হবে ভারতকে। তবে মিলবে ফাইনাল খেলার ছাড়পত্র। আর যদি সিরিজ ২-২ ড্র হয়, তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। কারণ, শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজই তখন ফ্যাক্টর হবে ভারতের কাছে।
ইন্দোরে ভারতকে হারিয়ে সরাসরি বিশ্ব টেস্টের ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া। এই টেস্ট জয়ের ফলে তাদের পয়েন্ট হল ১৪৮। ১২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। হাতে রয়েছে আরও একটা টেস্ট ম্যাচ। প্রাথমিক শর্ত ছিল, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারালে সরাসরি ফাইনালে উঠত ভারত। কিন্তু ইন্দোর সব অঙ্ক এখন ঘেঁটে দিল।
নতুন অঙ্ক বলছে, সিরিজ এখন ৩-১ ব্যবধানে জিততে হবে। সিরিজ ড্র হলে, ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। এবং নিউজিল্যান্ডের দিকেও। কারণ, ভারত ফাইনালে উঠবে, তখনই যখন শ্রীলঙ্কায় গিয়ে নিউজিল্যান্ড জিতবে। আর যদি শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে শ্রীলঙ্কাই ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে।