গত ম্যাচে খলনায়ক ছিলেন আন্দ্রে রাসেল। এদিন ব্যাটে রান না পেলেও বোলিংয়ে জেতালেন ম্যাচ। এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন জেসন রয়। অধিনায়ক নীতিশ রানার ব্যাটেও আসে দারুণ ইনিংস। বোলিংয়ে বরুণ চক্রবর্তী ও সূয়শ শর্মা। এই পাঁচ ক্রিকেটারের সৌজন্যেই টানা চার ম্যাচ হেরেও ঘুরে দাঁড়াল কলকাতা।
৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন সূয়শ শর্মা। দুপ্লেসি ও শাহবাজ আহমেদের উইকেট নিয়েছেন তিনি। টিমের মিডল অর্ডারকে ভেঙে দিয়েছেন বরুণ চক্রবর্তী। গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর ও দীনেশ কার্তিকে ফিরিয়েছেন। আর রানতাড়া করার জন্য বিরাট যে কতটা ভয়ঙ্কর, তা সবাই জানেন। সেই বিরাটের উইকেট নিয়েছেন রাসেল।
প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয় ও নীতিশ রানার ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। ২৯ বলে ৫৬ রান করেন জেসন রয়। ২১ বলে ৪৮ করেন নীতিশ রানা। যার সৌজন্যে ২০ ওভারে ২০০ রান তোলে কেকেআর।