সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। চট্টগ্রামে বাংলাদেশের লক্ষ্য এবার ভারতকে চুনকাম করা। শনিবার এই টার্গেট সামনে রেখে সিরিজের তৃতীয় একদিনের ম্য়াচ খেলতে নামছে টাইগাররা। ভারতের লক্ষ্য সিরিজ হেরে এবার ব্যবধান কমানোর। বুড়ো আঙুলের হার সরে গিয়েছে। তাই রোহিত শর্মা নেই। দুই পেসার দীপক চাহার এবং কুলদীপ সেনও ছিটকে গিয়েছেন একদিনের সিরিজ থেকে। তাই ভাঙা দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
বৃষ্টির কারণে নিউজিল্য়ান্ডের কাছে একদিনের সিরিজ হেরে বাংলাদেশ গিয়েছিল ভারতীয় দল। কিন্তু এবার বৃষ্টি নেই, তাতে সিরিজ হেরেছে ভারত। ফের রানাহারা বিরাটের ব্য়াট। গত দুটি ম্য়াচে উজ্জ্বল বলতে লোকেশ রাহুলই। নতুন অধিনায়কে চিন্তা তৃতীয় ম্য়াচে বোলার কোথায় ? দল থেকে ছিটকে গিয়েছেন দুই বোলার। তাঁদের বদলি হিসাবে পাঠানো হয়েছে কুলদীপ যাদবকে। রাহুলের ভরসা এখন ওয়াশিংটন সুন্দর এবং উমরান মালিক।
তবে এসব নিয়ে চিন্তা নেই বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিমধ্য়ে ঘরের মাঠে টানা সাতটি সিরিজ জিতেছে। লিটন দাশদের লক্ষ্য এখন একটাই ভারতীয়দের ৩-০ ফলে হারিয়ে চুনকাম করা। এই টার্গেট নিয়ে চট্টগ্রামে মাঠে নামছেন বাংলার বাঘরা।