India vs Pakistan: বিশ্বকাপে নামছে ভারত-পাকিস্তান, দেখে নিন হাইভোল্টেজ ম্যাচের তিনটি অন্যতম সেরা মুহূর্ত

Updated : Oct 21, 2022 13:52
|
Editorji News Desk

ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan High Voltage Match) মানেই উত্তেজনা। দীর্ঘদিন ধরে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। কিন্তু আইসিসির মঞ্চে (ICC Event) এখনও ভারত-পাকিস্তান মানেই মুহূর্তে শেষ টিকিট। টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকসংখ্যার রেকর্ড। আর মাঠের উত্তেজনাটাও কাঁটে কা টক্কর। যা ভাল করেই জানেন দুই দলের ক্রিকেটাররাও। এবার অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপে (T20 World Cup 2022) ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে একবার ঝালিয়ে নিতে পারেন, ভারত-পাকিস্তান ম্যাচের সেরা তিনটি হাইভোল্টেজ লড়াই


গম্ভীর বনাম আফ্রিদি

ময়দানে লড়াই ছেড়ে কখনও যেতে পছন্দ করেন না গম্ভীর (Goutam Gambhir)। কেকেআর টিমের অধিনায়ক হোক বা টিম ইন্ডিয়ার দায়িত্বে। গম্ভীরের আগ্রাসী মেজাজ ক্রিকেটমহলে বেশ জনপ্রিয়। ২০০৭ সালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান । সেই ম্যাচে পাক অধিনায়ক আফ্রিদির (Shahid Afridi) গম্ভীরকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আফ্রিদির দিকে তেড়ে যান গম্ভীরও। দুই আম্পায়ার দুজনকে আলাদা করেন। 

গম্ভীর বনাম আকমল

২০১০ এশিয়া কাপ। এখানেও প্রধান চরিত্রে গম্ভীর। এবার কামরান আকমলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় গম্ভীরের। গম্ভীরের দাবি ছিল, আম্পায়ারের কাছে ভুয়ো আবেদন করছিলেন আকমল। এই নিয়েই আকমলের সঙ্গে তর্ক বেঁধে যায় গম্ভীরের। অধিনায়ক ধোনি এসে দুজনকে থামান। 

ভাজ্জি বনাম আখতার

মাঠের বাইরে দুজনে ভাল বন্ধু। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ বিষয় নয়। ২০১০ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ছিল সেবার।  ভাজ্জিকে স্লেজ করেন আখতার। একটি বাউন্সার করেন। এরপর ভাজ্জিকে কটূক্তিও করেন। কিন্তু মাথা ঠান্ডা রাখেন ভাজ্জি। এরপর আখতারের বলেই ছয় মেরে ম্যাচ জেতান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টানটান লড়াইয়ে সেই জয়, এখনও সেরাগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।  

India PakistanIndia vs Pakistan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও