কিংবদন্তিদের ক্রিকেট লিগে (Legend league cricket) অংশ নেবেন না শচীন তেন্ডুলকর। তাঁর সংস্থা SRT sports management-management-এর তরফে বিবৃতি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, লেজেন্ড লিগ ক্রিকেটে শচীন অংশ নিচ্ছেন না। আয়োজকরা দর্শক, অনুরাগী এবং অমিতাভ বচ্চনকে ( Big B) বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।
আরও পড়ুন: Slow Over-Rate: T20 ম্যাচে স্লো ওভার রেট নিয়ে এবার আরও কড়া আইসিসি, দিতে হবে বড় খেসারত
এর আগে একটি প্রোমোশনাল ভিডিও রিলিজ করা হয়েছিল লেজেন্ড লিগ ক্রিকেটের তরফে। সেখানে অমিতাভ বচ্চনকে বলতে শোনা গিয়েছিল যে শচীনও অংশ নেবেন লিগে।
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে লেজেন্ড লিগ ক্রিকেট। যুবরাজ সিং, মহম্মদ কাইফ, বীরেন্দ্র শেহবাগরা অংশ নেবেন ওই লিগে।