২০২৫ সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপ চলাকালীনই এই ঘোষণা করল আইসিসি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। বিশ্বকাপে হারলেও পাকিস্তান থাকছেই। বাকি ৭ দলকে বিশ্বকাপের পারফরম্যান্স থেকেই বেছে নেওয়া হবে।
আইসিসির ক্রমতালিকায় বিশ্বকাপের আগে এক নম্বরে ছিল পাকিস্তান। এবার বিশ্বকাপে পরপর হেরে চাপে বাবর আজমরা। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ছাড়াও সেমিফাইনালের চার দল সুযোগ পাবে। সুযোগ থাকবে আরও তিনটি দলের। যারা, পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করবে। পয়েন্ট টেবিলে শেষ দুটি দল সুযোগ পাবে না। ২০৩১ সাল পর্যন্ত এই নিয়মেই চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলকে বেছে নেওয়া হবে।
আরও পড়ুন: