২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির সেই ছয় এখনও মানুষের মনে গেঁথে আছে। সেই শট ও ধারাভাষ্য নিয়েও মাতামাতি হয়। বিষয়টি কিন্তু একেবারেই না পসন্দ গৌতম গম্ভীরের। কেকেআরের মেন্টর মনে করেন, ২০১১ বিশ্বকাপের আসল নায়ক যুবরাজ সিং। আর তাঁকেই ক্রিকেটপ্রেমীরা ভুলে গিয়েছে।
একটি পডকাস্টে গম্ভীর জানিয়েছেন, ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে হয়েছিলেন, সবাই জানেন। কিন্তু কজন ওর কথা বলে! ওর হয়ে প্রচার করার মতো কেউ নেই। বিভিন্ন ক্রিকেটারকে নিয়েই অনেক কথা হয়। কিন্তু যোগ্য ক্রিকেটাররা সম্মান পান না। গম্ভীর বিশ্বকাপ ফাইনালে নিজেও ৯৭ রান করেছিলেন।
ধোনির নাম না নিলেও, মনে করা হচ্ছে ধোনিকেই কটাক্ষ করেছেন গম্ভীর। পাশাপাশি রবি শাস্ত্রীর ধারাভাষ্য নিয়েও নাম না করে কটাক্ষ করেন তিনি। গম্ভীরের মতে, সম্প্রচারকারী সংস্থার উচিত, প্রত্যেককে সঠিক সম্মান দেওয়া। একজনকে ২ ঘণ্টা ৫০ মিনিট দিলাম। একজনকে ১০ মিনিট। এটা উচিত নয় বলেই জানিয়েছেন তিনি।