Vaibhav Suryavanshi: ১৩ বছর বয়সে IPL-এ সুযোগ বৈভবের, চেনেন বিহারে এই খুদে ক্রিকেটারকে

Updated : Nov 27, 2024 14:39
|
Editorji News Desk

IPL নিলামে ইতিহাস তৈরি হয়েছে। ১ কোটি ১০ লক্ষ টাকা খরচ করে বৈভব রঘুবংশী বলে একজন ১৩ বছরের ক্রিকেটারকে দলে সই করিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে তিনিই সবথেকে কনিষ্ঠ ক্রিকেটার। কিন্তু এই ১৩ বছরের ক্রিকেটারকে নিয়ে কী করবে রাজস্থান রয়্যালস। কী পরিকল্পনা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ ও রাজস্থান রয়্যালসের বর্তমান মেন্টর রাহুল দ্রাবিড়ের!

জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দ্রাবিড়। এবার ফের আইপিএল টিমের ডাগআউটে দেখা যাবে তাঁকে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই ফ্র্যাঞ্চাইজি থেকেই প্রশিক্ষণে হাতেখড়ি হয় রাহুল দ্রাবিড়ের। এরপর অনূর্ধ্ব ১৯ টিমের দায়িত্ব নেন। দায়িত্ব পান জাতীয় ক্রিকেট টিমেরও। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয় ভারতকে। কিন্তু দ্রাবিড়ের প্রশিক্ষণে চলতি বছর T20 বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। এরপরই জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নেন দ্রাবিড়। এবার ফের আইপিএল টিমের দায়িত্ব নিয়ে ফিরছেন। কিন্তু নতুন প্রতিভা এখনও খুঁজে চলেছেন। দ্রাবিড় জানান, তাঁর মনে হয়েছে, বৈভবের মধ্য়ে সত্যিই দক্ষতা আছে। নিলামে শেষ পর্যন্ত লড়াই করে বৈভবকে ছিনিয়ে নেয় রাজস্থান। দ্রাবিড় জানিয়েছেন, তিনি চান না বৈভবের মতো প্রতিভা নষ্ট হয়ে যায়। এই ক্রিকেটার যাতে ঠিক মতো বেড়ে উঠতে পারে, তার জন্য সব সুযোগ সুবিধা দেবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। 

কে এই বৈভব সূর্যবংশী! অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ টিমের বিরুদ্ধে ৫৮ বলে সেঞ্চুরি করেন বৈভব। অনূর্ধ্ব ১৯-এ লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম সেঞ্চুরি। ওই প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ৪০০-এর বেশি রান করে বৈভব। জেড্ডার আইপিএল নিলামে ইতিহাস তৈরি করে তাঁকে কিনে নিয়েছে রাজস্থান। বর্তমানে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে দুবাইয়ে আছে বৈভব। আইপিএল নিলামের পর তার বাবা সঞ্জীব সূর্যবংশী জানান,"শুধু ও আমার ছেলে নয়, গোটা বিহারের ছেলে। মাত্র ৮ বছর বয়স থেকে পরিশ্রম করছে ও। অনূর্ধ্ব ১৬ ডিস্ট্রিক্ট ট্রায়াল দেয়। সমস্তিপুরে ওকে কোচিংয়ে যেতাম।" 

রাজস্থান রয়্যালস নিলামে বৈভবকে কিনে নেওয়ার পর খুশি বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাকেশ কুমার তিওয়ারি। তিনি জানান, "অনেক কম বয়সে বড় সাফল্য পেয়েছে। বিহারের নাম উজ্জ্বল করেছে। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনে খেলা শুরু করে আইপিএলে সুযোগ পাওয়ার নেপথ্যে অনেক পরিশ্রম, প্রতিভা রয়েছে। বৈভবের সাফল্য বিহারের আরও অনেক প্রতিভাকে উদ্বুদ্ধ করবে।" বৈভবের পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অনেক নামই আছে। কিন্তু বৈভব সূর্যবংশী সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়েছেন। ২০১৯ আইপিএল নিলামে মাত্র ১৬ বছরের ক্রিকেটার প্রয়াস রায় বর্মনকে কিনে নেয় আরসিবি। দেড় কোটি টাকা দিয়ে তাঁকে কেনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই বছর অভিষেকও হয় তার। মাঠে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ডও গড়েন তিনি। 

২০২৩ আইপিএলের মিনি নিলামে সেই রেকর্ডও ভেঙে যায়। কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় আফগান ক্রিকেটার আল্লাহ ঘাজানফার। ২০২৪ সালে তাঁর পরিবর্তে মুজিব-উর-রহমানকে টিমে নেয় কেকেআর। এবার সেই রেকর্ড ভেঙে দিল রাজস্থান রয়্যালস। ১৩ বছরের ক্রিকেটারকে কিনে নিলামে চমক দিল রাজস্থান রয়্যালস।   

IPL Auction

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও