আইপিএলের মিনি নিলামে নাম লেখালেন মোট ১১৬৬ জন ক্রিকেটার। আইপিএলের দলগুলিকে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। দুবাইয়ে ১৯ ডিসেম্বর মিনি নিলামের আসর বসবে।
এবার বিশ্বকাপে নজর কেড়েছেন ট্রেভিস হেড। তিনি নাম লিখিয়েছেন আইপিএলে। কিউয়ি তারকা ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্ররাও নাম লিখিয়েছেন। আইপিএল খেলতে ফিরবেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও। জানা গিয়েছে ১১৬৬ জন ক্রিকেটারের মধ্যে ৮৩০ জন ভারতীয় ও ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার আছেন। তাঁর মধ্যে ২১২ জন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন।
৮৩০ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ১৮ জন জাতীয় দলের হয়ে খেলেছেন। তাঁদের মধ্যে আছেন বরুণ অ্যারন, কেএস ভরত, কেদার যাদব, শিবম মাভি, শাহবাজ নাদিম, হর্ষল প্যাটেল।