প্রকাশিত হল কোপা আমেরিকার সূচি। আগামী ২১ জুন থেকে শুরু হবে চলতি বছরের কোপা আমেরিকা টুর্নামেন্ট। ফাইনাল হবে ১৫ জুলাই। ২১ জুন খেলবে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চারটি গ্রুপে মোট চারটি করে দল রয়েছে। ১৬টি দলের মধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে ১৪টি দল। এখনও দুটি দলের নাম নথিভুক্ত হওয়া বাকি। আর্জেন্টিনার প্রথম ম্যাচ যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে। পরের খেলা ২৬ জুন চিলির সঙ্গে। ৩০ জুন পেরুর সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে খেলবে আর্জেন্টিনা।
অপরদিকে, ব্রাজিল নামবে ২৫ জুন। তাদেরও প্রথম ম্যাচ খেলতে হবে যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। ৩ জুলাই কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের গ্রুপের শেষ ম্যাচ।